যে সঠিক কারনে ডাউন হয়ে গেছে ফেসবুক ও ইনস্টাগ্রাম

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ বুধবার রাত ১০ টার পর থেকে  বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোস্যাল মিডিয় ফেসবুক ডাউন করেছে। ডাউন ডিটেক্টরের মানচিত্র অনুযায়ী, এশিয়া ও আমেরিকা, যুক্তরাজ্য এবং উত্তর ইউরোপজুড়ে অনেক দেশেই  ফেসুবুক লগিন সমস্যা দেখা দিচ্ছে।

প্রথমে ধারনা কর হয়েছে হ্যাকিং এর ফলে এ সমস্যা দেখা দিচ্ছে । ফেসবুকের সার্ভার ডাউন নিয়ে বিবিস সংবাদ মাধ্যেমে জানানো হয়েছে যে, ফেসবুক হ্যাকিং রোধে তাদের সার্ভার ডাউন করেছে।

পরবর্তিতে ফেসবুক থেকে জানানো হয়েছে হ্যাকিং নয়, কারিগরি ত্রুটির কারনে ফেসবুকে লগিন দেখা দিচ্ছে।

ফেসবুক কর্তৃপক্ষ বলেছেন, আমরা বিয়টা নিয়ে কাজ করছি।আমর দেখছি যে,  কিছু ব্যবহারকারী ফেইসবুক ও আমাদের অন্য অ্যাপ ব্যবহারে সমস্যা পাচ্ছেন। খুব দ্রুত এর সমাধান করবো আমরা।

ফেসবুকের আরো একটি অ্যাপ  হোয়াটস অ্যাপ ব্যবহারেও সমস্যা হচ্ছেনা বেলে জানিয়েছে ফেসবুক।

যুক্তরাজ্যের দৈনিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, ফেসবুক সহ বিশ্বের আরো কিছু ওয়েবসাইটে সমস্যা দেখা দিয়েছে, এর মধ্যে যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের ওয়েবসাইটও রয়েছে।

সূ্ত্র-বিবিসি..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

হাইকোর্ট

জাতির সঙ্গে মশকরা করবেন না-হাইকোর্ট

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ডিবি কার্যলয়ে যাকেই ধরে নেন (ডিবি অফিস) তাকেই খাবার টেবিলে বসিয়ে দেন। এগুলো কেন করতে গেলেন জাতির সঙ্গে মশকরা করবেন না”।