নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নিউজিল্যান্ডের জুমার নামাজে বন্দুকধারীদের গুলিতে ৪৯ জন নিহতের সংখ্যাটা হয়তো আরো কয়েকগুন বেড়ে জেত। আল্লাহর অশেস রহমতে এক যুবকের ওসিলায় রক্ষা পায় শত প্রান।
প্রবল সাহস নিয়ে হামলাকারীর উপর ঝাঁপিয়ে পড়ে এক যুবক কেরে নেয় হামলাকারীল বন্দুক।
লিনউড মসজিদের হমলা থেকে বেচে যাওয়া সৈয়দ মাজহারউদ্দিন বলেন, হামলাকারী মসজিদে ঢুকে জখন এলোপাথারি গুলি ছুড়ছেন, তখন নামাজরত অবস্থায় ছিলেন প্রায় ৬০ থেকে ৭০ জন মুুসুল্লি। এমনি সময় হামলাকারীর উপর ঝাঁপিয়ে পড়ে এক যুবক, হামলাকারীর সাথে ধস্থাধস্তির এক পর্যায়ে তার বন্দুক কেড়ে নেয় যুবকটি। যুবকটি বন্দুকের ট্রিগার না খুজে পাওয়ায় বেচে যায় হামলাকারী , এই সুযোগে হামলাকারী দৌড়ে পালিয়ে যায় মসজিদের বাহিরে থাকা গাড়ি নিয়ে।
হামলাকরীর বন্দুক ছিনিয়ে নেওয়া যুবকটি মূলত লিনউড মসজিদের দেখাশোনার কাজ করতেন।
আল নূর মসজিদেও হামলাকারীর বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করেছেল এক মুসুইল্লি বলে জানান এক প্রত্যক্ষদর্শী। কিন্তু তার গায়ে গুলি লাগলে ঘটনাস্থালেই মাড়া যান তিনি।
নিউজিল্যান্ডের একটি সংবাদ মাধ্যেম এমনি খবর প্রকাশ করেছে তাদের অনলাইন নিউজ পোর্টলে।