যেনে নিন বিস্তারিত-পাগলা থেকে কলকাতার লঞ্চ যাত্রী ভাড়ার হার

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ গত বছর  ভারত ও বাংলাদেশ  ঢাকা-কলকাতা যাত্রীবাহী জাহাজ পরিবহনের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এর সূত্র ধরে কাজ করতে থাকে দুই দেশে প্রেয়োজনি কার্য সম্পাদন করে ২৯ মার্চ ঢাকা-কলকাতা/নারায়ণগঞ্জ-কলকাতা যাত্রীবাহী জাহাজের উদ্ধোধন করতে যাছে।

২৯ মার্চ শুক্রবার বিকলে নারায়ণগঞ্জ পাগলার মেরিএন্ডারসনে ঢাকা-কলকাতা  যাত্রীবাহী জাহাজের উদ্ধোধন করবেন রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।।

যাত্রীবাহী জাহাজের ভাড়ার তাালিকা…

  •  ফ্যামিলি স্যুট (দুজন) ১৫ হাজার টাকা
  • প্রথম শ্রেণি (যাত্রীপ্রতি) ৫ হাজার
  • ডিলাক্স শ্রেণি (দুজন) ১০ হাজার টাকা
  • ইকোনমি চেয়ার (যাত্রীপ্রতি) ৮ হাজার টাকা
  •  সুলভ শ্রেণি/ডেক (যাত্রীপ্রতি) ১৫০০ টাকা livenarayanganj newsnarayanganj pressnarayanganj jugerchinta24 narayanganj newspaper

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

Narayanganj news

মঞ্চ ভেঙে পড়ে গেলেন ওবাইদুল কাদের সহ সবাই-দরকারনেই নেতা তৈরির কারখানা

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্টা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন আওয়ামি লীগের সাধারন সম্পাদক ওবাইদুল কাদের। হটাৎ করেই ওবাইদুল কাদেরের