সিদ্ধিরগঞ্জে চাকুরীর প্রলোভন প্রতারণা র‌্যাবের অভিযোনে গ্রেফতার-৪

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ মহানগরের সিদ্ধিরগঞ্জে ইন্সুরেন্স কোম্পানীতে চাকুরীর দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগে র‌্যাব-১১’র অভিযানে প্রতারক দলের ৪ গেস্খফতার করা হয়েছে।

৩ এপ্রিল বুধবার দুপুরে  র‌্যাব-১১’র সদর দপ্তর থেকে অপারেশন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম স্বাক্ষরিত এশটি সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন।
গ্রেফতারকৃতরা হলেন, মনিরুজ্জামান ভুঁইয়া (৪৫), লিয়াকত হোসেন খান রনি (৫৬), মো: মাজিদুল ইসলাম (৪৩) ও মো: আফছার উদ্দিন সেলিম (২৮)।
এরআগে গত মঙ্গলবার (২ এপ্রিল) বিকাল ৪টায় র‌্যাব-১১ বাহিনীর একটি আভিযানিক দল সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় হাজী রজ্জব আলী সুপার মার্কেটে অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত প্রায় একবছর যাবৎ জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানীর নামের আড়ালে এই প্রতারক চক্র ইন্সুরেন্স কোম্পানীতে বিভিন্ন পদে চাকুরীর বিজ্ঞাপন দিয়ে শতশত যুবক-যুবতী ও ছাত্র-ছাত্রীদের ফুল টাইম-পার্ট টাইম চাকুরীর প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে বিশাল অংকের টাকা আত্বসাৎ করে আসছে।

চক্রটি ভূয়া বিজ্ঞাপন দিয়ে চাকুরী প্রত্যাশীদের কাছ থেকে রেজিষ্টেশন ফি হিসেবে  ৫২০ টাকা করে হাতিয়ে নিত প্রত্যেকের কাছ থেকে। পরে চাকুরীর নিশ্চয়তা ও বেতনের প্রলোভন দেখিয়ে ১০-২০ হাজার টাকা নিয়ে ইন্সুরেন্স কোম্পানীতে পলিসি খুলতে বাধ্য করত।

ইউনিট ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রভৃতি পদে ১৮,৫০০ হতে ৫০,০০০ টাকা পর্যন্ত বেতনের প্রলোভন দেখিয়ে ইন্সুরেন্স খুলতে প্রলুব্ধ করত। চাকুরী পাওয়ার পর মাসের পর মাস অফিসে আসা যাওয়া করে বেতন না পেয়ে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে অনেকে প্রদেয় টাকা ফেরত চাইলে তাদেরকে ভয় ভীতি, হুমকি এমনকি মারধরও করত।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব আরো জানায়, বেশ কয়েকজন ভূক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধান চালিয়ে ঘটনার সত্যতা পায় ও  র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল চিটাগাং রোড এলাকায় হাজী রজ্জব আলী সুপার মার্কেটে অভিযান চালিয়ে প্রতারক চক্রের মূলহোতা মো: মনিরুজ্জামান সহ ৩ সহোযোগিকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ভূয়া চাকুরীর বিজ্ঞাপন, ভূক্তভোগীদের নিকট হতে অর্থ আদায়ের রশিদ, চাকুরী প্রার্থীদের নিবন্ধন ফরম ও মোবাইল প্রভৃতি জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমান মাদকসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এই সাথে তাদের দখল হইতে ১৬ কেজি গাঁজা, ৩৬৫ পিস ইয়াবা ও ২৫০