ইসলামপুরে অবৈধ এস্কেরাপের কারনে জনজীবন অতিষ্ট

বান্দরবান প্রতিদিধি(নাজিম উদ্দিন): বান্দরবান পার্বত্য জেলা পৌরসভা ৯নং ওয়ার্ড হচ্ছে একমাত্র জনবহুল এলাকা তার মধ্যে এখানে গড়ে উঠেছে অবৈধ ও ঝুকিপূর্ণ এস্কেরাপ ব্যবস্থা।

এই এস্কেরাপগুলো রাস্তা ও ড্রেনের উপর এলোমেলো ভাবে রেখে জনসাধারন ও যানচলাচলের বাধাঁ সৃষ্টি করে আসছে।

ইসলামপুর বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম বলেন, পৌর কর্মকর্তা ও কাউসিলারকে বার বার এই অবৈধ এস্কেরাপ ব্যবসার বিরুদ্ধে জানার পরো কোন পদেক্ষেপ নিচ্ছা, এই বিষয়ে বান্দরবান পৌরসভার দায়িত্বকৃত কর্মকর্তা ঝন্টু দাশ বলেন, আগামী পহেলা বৈশাখে একটি অনুষ্টান থাকাতে এই বিষয়ে পদেক্ষেপ নিতে পারছিনা, এই অবৈধ ও ঝুকিপূর্ণ এস্কেরাপ ব্যবসার হাত থেকে এলাকাবাসী মুক্তি চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

পুলিশ

নির্ধারিত তারিখে যোগ না দিলে চাকুরি হারাবে-দেখানো হবে পলাতক

নারাায়ণগঞ্জ বাণী২৪.কম’নির্ধারিত তারিখে যোগ না দিলে চাকরি হারাবেন পুলিশ সদস্যারা, সেই সাথে তাদের পলাতক দেখানো হবে বলে হুশিয়ারি দিয়েছেন