নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জ-৪ আসনের একেএম সেলিম ওসমান বলেছেন , আজ চেয়ার আছে-কাল হয়তো নাও থাকতে পারে, তাই আমরা চাইনা আমাদের মধ্যে কোন বিভেদ সৃষ্টি হোক।
৯ এপ্রিল মঙ্গলবার পুলিশ সুপারের কার্যালয়ে লাঙ্গলবন্ধ স্নান উৎসবকে কেন্দ্র করে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিতি বলেন, আমরা কোন ঝগড়া-বিবাদ চাইনা,আমর আইনকে সমর্থন করেই এগিয়ে জেতে চাই। আইনের কাজ আইন করবে,আমাদের স কাজ হলো জনগনের সেবা করা ,আমরা জনগনের সেবা করে যাব।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার, মনিরুল ইসলাম(প্রশাসন), মোহাম্মদ নুরে আলম (ডিএসবি), সুবাস চন্দ্র সাহা(ডিবি), মেহেদী ইমরান সিদ্দিকী ও সদর মডেল থানার ওসি,ফতুল্লা মডেল থানার ওসি ও বন্দর সিদ্ধিরগঞ্জ মডেল থানার ওসি বৃন্দ।
অরো উপস্থিত ছেলেন,মহাতীর্থ লাঙলবন্দ স্নান উৎসব উদযাপন পরিষদের সভাপতি সরোজ কুমার সাহা,শিখন সরকার ও উত্তম সাহা সহ অরো অনেকে।