নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ মাদ্রাসাছাত্রী নুসরাত জাহানের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিসাধীন থাকা অবস্থায় মাদ্রাসাছাত্রী নুসরাত জাহানকে হাসপাতালে দেখতে যান ও তকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে প্রেরন করার নির্দেশ প্রদান করে ছিলেন। তবে নুসরাতের শারীরিক অবস্থা অসহনিয় খারাপ হওয়ার ও সিঙ্গাপুরের হাসপাতলে পরামর্শ করে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে তাকে প্রেরন করা হয়নি।
১০ এপ্রিল বুধবার ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
উল্লেখ্য যে, গত শনিবার সোনাগাজী ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভবনের ছাদে বোরকা পরা চার/পাঁচজন দুর্বৃত্ত তার গায়ে আগুন ধরিয়ে দেয়। একে তার শরীরের ৭৬ ভাগ পুরে যায়। পরে তাকে চিকিৎসা প্রদানের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা।