সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জে পরিবহন চালক ও সহকারীদের বিশেষ প্রশিক্ষণ দেবে ট্রফিক বিভাগ

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ট্রাফিক পক্ষ ২০১৯ উপলক্ষে পরিবহন চালকদের বিশেষ প্রশিক্ষণ প্রদান করবেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলার সহকারি পুলিশ সুপার (ট্রফিক) সালেহ্ উদ্দিন আহমেদ।

১৭ এপ্রিল বুধবার সকাল ১১ টায় সিদ্ধিরগঞ্জের শিমরাইলে আন্তঃজেলা ট্রাক টার্মিনালে জেলা ট্রাফিক বিভাগের উদ্যোগে পক্ষকাল ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পরিবহন চালক ও সহকারী চালকদের উদ্দেশ্য করে তিনি বলেন, সড়ক-মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে সকলের সচেতনতা ও আইন মেনে চলার মানসিকতা সৃষ্টি করতে হবে। ট্রাফিক আইন মেনে চলতে হবে। আপনার কেউ লাইসেন্স বিহীন গাড়ি চালবেন না, গাড়ি চালানোর সময় গাড়ি সকল কাগজ পত্র ঠিক রাখতে হবে ও সতর্কতা অবলম্বন করে গাড়ি চালাতে হবে।

এছাড়াও ওভারটেকিং না করা , অধিক গতিকে গাড়ি না চালানো ও গাড়ি চালানো অবস্থায় মোবাইলে কথা না বলার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই, প্রশাসন), মোল্ল্যা তাসলিম হোসেন, টিআই মো. জিয়াউল করি , বাংলাদেশ ট্রাক কাভ্যার্ডভ্যান মালিক সমিতি শিমরাইল শাখার সভাপতি মো. দেলোয়ার হোসেন সহ আরো অনেকে।

live narayanganj, narayanganj newspaper ,রুপগঞ্জ ফতুল্লা , গোলাম দস্তগীর গাজী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

গ্রেফতার

নারায়ণগঞ্জে নাশকতায় জড়িত আরও ২৫ জন গ্রেফতার

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ জেলা থেকে আরও ২৫ জন কে  গ্রেফতার করা হয়েছে।