নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ গণমাধ্যমের সামনে কান্নাকাটি তাসকিনের কান্নাকাটি অসম্মানজনক বলে জানিয়ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলায়ার ও বর্তমান জাতীয় দলের ম্যানাজার খালেদ মাহমুদ সুজন।
সুজন বলেন, ফিটনেসের কারণে বিশ্বকাপের দলে জায়গা পায়নি তাসকিন, এতে তার আবেগকে কন্ট্রোল করা দরকার ছিল। প্রিমিয়ার লিগে সৌম্য’র অফফর্মে থাকা কিছুটা চিন্তার হলেও, আমারা আশা করছি বিশ্বকাপে সৌম্য ভাল খেলবেন।
সুজন আরো বলেন, মন খারাপ হতেই পারে, কাছের মানুষ গুলোর কাছে মনের কষ্ট ও আবেগ প্রকাশ করা যায়। তাই বলে পাবলিকলি আসবে আমি ব্যাপারটা কোনো ভাবেই নিতে পারিনি। খেলোয়ারদের ভাল সময় -খারাপ সময় অসবেই। খারাপ সময়টা কন্ট্রোল করতে হবে। নির্বাচকরা মনে হয় তার ফিটনেস না থাকার কারনে দলে ডাক দেয়নি, তা ছাড়া আর কোন কারন আছে বলে আমার মনে হয় না।
জতীয় দলের একজন তারকা খেলোয়ার হয়ে নিজের আবেগকে এভাবে গনমাধ্যেমে প্রকাশ করা , সবার সামনে কান্নকাটি করা তাসকিনের নিজের জন্যই অসম্মানজনক।