নারায়ণগঞ্জবাণী২৪.কমঃ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান রূপায়ন ফ্লাট মালিকদের সাথে এক মত বিনিময় সভায় বলেছেন, না কানলে তো মায়ে ও দুধ দেয় না।
২০ এপ্রিল শনিবার ফতুল্লা থানার রূপায়ন টাউনের ফ্লাট মালিকদের সাথে তিনি এসব কথা বলেন।
শামীম ওসামন বলেন. আমি আমার ডিউট ঠিক মতো পালন করে যাচ্ছি, কিন্তু আপনারা তা করেননি। আপনাদের যত সমস্যা হচ্ছে তা আমাকে একবার জানিয়ে দেখতে পারতেন, একবার আমাকে টেস্ট করতে পারতেন,না কানলে তো মায়েও দুধ দেয়না।
তিনি আরো বলেন, আপনাদের কোন সমস্যা হলে আমাকে চুুপি চুপি জানাবেন। যদি সমস্যা সমাধান না হয় তাহলে বলবেন। আমি আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। বিনিময়ে আমি কিছু চাইনা। শুুধু আমার মৃত্যুর পর আপনার চোখে আমার জন্য একটু পানি থাকলেই হবে।
উল্লেখ্য যে, গত ১৮ এপ্রিল নজিমউদ্দিন ও তার সন্ত্রসী বহিনীরা রূপায়ন টাউনের বাসীন্দাদের থেকে বহুদিন যাবৎ চাঁদা আদায় করে আসছিল, চাঁদা দিকে অস্বীকৃতি জানালে সন্ত্রাসী বাহিনীরা ফ্লাট মালিকদের উপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয় সাবেক শিক্ষা পরিদর্শক আব্দুস সালাম আজদ সহ আরো কয়েক জন।
পরে এ ঘটনায় ১৯ এপ্রিল ফতুল্লা মডেল থানায় সদর উপজেলা ভাইস চেয়াম্যান নাজিমউদ্দিন ও তার বাহিনীর বিরুদ্ধে মামলা দয়ের করা হয়।