নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে ৯৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী দম্পতি মো: আলম (৪০) ও মনোয়ারা বেগম (৩৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রবিবার (২২ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টায় সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) এইচ এম জসিম উদ্দিন ও পরিদর্শক (তদন্ত) মো: সেলিম মিয়া সঙ্গীয় ফোর্স নাসিক ২নং ওয়ার্ডের সাহেবপাড়া এলাকার সাদ্দাম হোসেনের বাড়ীর সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রাজু (৩৭), মন্টু (২৮) ও জয়নাল (৪০) নামে ৩ মাদক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আলম সিলেট জেলার গোলাপগঞ্জ থানার সরশ্বতী এলাকার মৃত আ: রহমানের ছেলে এবং নাসিক ২নং ওয়ার্ডের সাহেবপাড়া এলাকার সাদ্দামের বাড়ীর ভাড়াটিয়া এবং তার স্ত্রী মনোয়ারা চট্টগ্রাম জেলার ডাবলমুরিং থানার আগ্রাবাদ হাজীপাড়া এলাকার মৃত সিদ্দিক আহমেদের মেয়ে। এছাড়া পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী রাজু ও মন্টু নাসিক ৩নং ওয়ার্ডের মাদানীনগর এলাকার সিকিম আলীর ছেলে এবং জয়নাল মিজমিজি কান্দাপাড়া এলাকার বাসিন্ধা।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) এইচ এম জসিম উদ্দিন জানায়, রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ৪/৫ জন মাদক ব্যবসায়ী নাসিক ২নং ওয়ার্ডের সাহেবপাড়া এলাকায় ভারতীয় নিষিদ্ধ মাদক ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের সত্যতা যাচাই করতে অভিযান চালিয়ে ৯৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আলম-মনোয়ারা দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩ মাদক ব্যবসায়ী পালিয়ে গেছে। রাতেই ৫জনকে আসামী করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।