অবশেষে কারাগারে যেতেই হলো আল-জয়নাল প্লাজার মালিককে

নারায়ণগঞ্জ বাণ২৪.কমঃ আবশেষে কারাগারে যেতেই হলো নানা কারনে আলোচিত সমালোচিত নারায়ণগঞ্জের আল জয়নাল প্লাজা ও আল-জয়নাল ট্রেড সেন্টারের মালিক এবং জাতীয় পার্টি নেতা জয়নাল অবেদিনকে।

শহরের স্বর্ণ ব্যাবসায়ী মালিক সমিতির সভাপতি ফারুকের দায়ের করা ২২ লক্ষ টাকার চাঁদাবাজি মামলায় গত ২৪এপ্রিল রাতে তাকে পুলিশ গ্রেফতার করে ১০ দিনের পুলিশ রিমান্ডের অবেদন করে ২৫ এপ্রিল আদালতে পাঠালে আদালত আগামী ২৮ এপ্রিল রিমান্ড ও জামিন শুনানীর দিন ধার্য্য করে কারাগারে প্রেরনের আদেশ দেয়।

এর অগেও জামায়াত শিবিরের সাথে ষড়যন্ত্রে সম্পৃক্ততা, ভূমি দস্যূতা সহ বিভিন্ন অভিযোগে জড়িত থাকার বিষয়ে অলোচনায় আসলেও শহরের নামকরা ব্যাবসায়ী ও প্রভাবশালী নেতা হওয়র কারণে তাকে কখনো কারা বরণের স্বাদ গ্রহন করতে হয়নি।

তবে সম্প্রতি নারায়ণগঞ্জ পুলিশ সুপারের অপরাধ দমনের বিশেষ অভিযান থেকে রেহাই পাচ্ছেনা নামকরা ও প্রভাবশালী কোন নেতাও। এই অভিযানে এবার গ্রেফতার হয়ে কারাগারে যেতে হল শহরের নামকরা মার্কেটের মালিকও প্রভাবশালী জাতীয় পার্টি নেতা জয়নাল অবেদিনকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*