জুমার নামাজ আদায়ে মসজিদে যাবেন না,বাসায় নামাজ পড়ুন- শ্রীলঙ্কার ধর্মমন্ত্রী

নারায়ণগঞ্জ বাণী২৫.কমঃ শ্রীলঙ্কায় আত্মঘাতী বোমা হামলা হবার পর এবার মুসলমানদের মাসজিদে গিয়ে জুমার নামাজ আদায় না করে ঘরে নামাজ পড়তে আহবান জানিয়েছেন শ্রীলঙ্কার মুসলিশ ধর্মমন্ত্রী।

শ্রীলঙ্কার মুসলিম ধর্ম বিষয়ক মন্ত্রী এম এইচ আব্দুল হালিম মুসলিশ সম্প্রদায়েল প্রতি পাঠানো এক বার্তায় এ আবেদন জানিয়েছে। আবদেনে তিনি বলেন, জুমার নামাজ আদায়ের জন্য মুসলমান শুক্রবার মসজিদে না গিয়ে বাসায় নামাজ পড়ুন।

তবে দেশটির পুলিশ নিারাত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য দেশের বিভিন্ন স্থানে তল্লাসী ও অভিযাচ পরিচালনা করছে।

উল্লেখ্য যে, গক রবিবার লঙ্কায় খ্রিষ্টান স ম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে হামলায় প্রায় ৩ শত জনের অধিক লোকের প্রাণহানী ও  ।

ntvqf , livenarayanganj , live narayanganj , narayanganj nawspaper, pressnarayanganj, newsnarayanganj24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

গ্রেফতার

রুপগঞ্জে ইয়াবা সহ মাদক ব্যবসায়ি গ্রেফতার

নারায়গঞ্জ বাণী২৪.কমঃ রুপগঞ্জে ইয়াবা সহ এক মাদক ব্যবসয়িকে  গ্রেফতার করেছে পলিশ। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ির নাম মামুন। সে  মাদক কারবারি মামুন উপজেলার