সানারগাঁয়ে দাবীকৃত চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর, লুটপাট, আহত-১

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ  নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দাবীকৃত চাঁদা না পেয়ে হামলা চালিয়ে একটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানে ভাংচুর, লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

থানায় দায়ের করা অভিযোগসূত্রে জানা গেছে, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও বটতলা এলাকায় অবস্থিত এস এস এ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেড নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে শুক্রবার রাতে দাবীকৃত ৫ লক্ষ টাকা চাঁদা চেয়ে না পেয়ে চরগোয়ালদী এলাকার মীরবহরেরকান্দি গ্রামের হাজী রফিকুল ইসলামের ছেলে রানা ওরফে মাসুদ রানা, রাজু মিয়া, রাজিব, মৃত হযরত আলীর ছেলে জলিল, আঃ জলিলের ছেলে সজিব ও হাসিবসহ ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়।

এ সময় সন্ত্রাসীরা প্রতিষ্ঠানটির স্বত্বাধীকারী আলহাজ্ব সিরাজুল হক ভূঁইয়ার অফিস ভাংচুর করে এবং অফিসে থাকা তার ছোট ছেলে ফয়সাল ভূঁইয়াকে মারধর করে অফিসের ড্রয়ারে থাকা শ্রমিকদের বিলের নগদ ১লাখ ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এসময় আহত ফয়সালের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এদিকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা আসেক আলী ভূঁইয়া জানান, এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ জলিল, রানা আমার প্রতিষ্ঠানে দীর্ঘ দিন ধরে চাঁদা দাবী করে আসছে। তাদের দাবীকৃত চাঁদা না দেয়ায় শুক্রবার রাতে আমার অফিসে হামলা চালায়। সন্ত্রাসীরা অফিসে আমার ভাতিজা ফয়সালকে একা পেয়ে তাকে মারধর করে অফিসের আসবাপত্র ভাংচুর ও লুটপাট করে। আমি এব্যাপারে প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবী করছি।  সোনারগাঁও livenarayanganj, 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

শপিংমল

যে কারনে রাত ৮ টার পর সারাদেশে মার্কেট-দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়া হলো

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ রাত ৮ টার পর সারাদেশে মার্কেট-দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। আওয়াতায় থাকছে  বিপণি বিতান, কাঁচা বাজার সহ অন্য সকল দোকান পাঠও।