নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ভারত ও বাংলাদেশ জুরে চলছে ঘূর্ণিঝড় ফণী’র প্রভাব। ইতিমধ্যে জারি করা হয়েছে দুইদেশে ব্যাপক সতর্কতা। শুক্রবার সকাল ৬ টার দিকে ফণী ভারতের ওরিশায় আঘাতে এনে তান্ডব চালাচ্ছে।
তবে ফণীর তান্ডব শুরু হবেই আবারো সারা বিশ্বি জুরে দেখা দিয়েছে মারাত্বক মাত্রার র সম্ভবনা।
ভূতাত্বিকরা জানিয়েছেন, শুক্রবার বিশ্বের যে কোন প্রান্তে ৮ মাত্রার ভূকম্পন হতে পারে।
ভুতাত্বিকরা কারন হিসেবে বলেছেন, ভূকম্পনের পূর্বাভাস দেয় ডিট্রিয়ানাম নামের একটি সংস্থা । ডিট্রিয়ানাম জানায় বুধ, শুক্র ও নেপচুন গ্রহ একাই সরল রেখাছ অবস্থান করছে ও একই রেখায় অবস্থান করছে পৃথিবী, চাঁদ ও নেপচুন। আর এর প্রভাবে শুক্রবার বিশ্বের যেকোনো প্রান্তে হতে পারে প্রবল ভূমিকম্প হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
এর আগে ১৯০৬ সালে দক্ষিণ আমেরিকায় ৮ মাত্রার ও ২০১২ সালের ১১ এপ্রিল সুমাত্রার উপকূলে ৮.৮ মাত্রার মারাত্বক ভুকম্পন হয়েছিল।