নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ এবার মানুষের হাত আটক হল দুই জিনের বাদশাহ, তবে আসল জিনের বাদশাহ নয়, জিনের বাদশাহ সেজে সাধারন মানুষকে ধোকা দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার ”প্রতারক চক্রের দুই জিনের বাদশাহ।
জানা গেছে, টাঙ্গাইলের কালিহাতীতে এক রাতে জিনদের বাদশাহ পরিচয়ে দেউপুর গ্রামের সুরুজ্জামানকে মোবাইলে কল করে বলা হয়,তারা জিনের বাদশাহ”, সে জদি একটি মসজিদের দান বাক্সে ৫ হাজার ১ টাকা দান করে তবে তাকে একটা সোনার পুতুল দেওয়া হবে।
জিনের বাদশাহদের কথামতো সুরুজ্জামান মসজিদের বাক্সে ৫ হাজার ১ টাকা ফেলার পর বাক্সের উপর থেকে একটি সোনার পুতুল পায়। কিন্তু বাড়ি ফিরে দেখতে পায় সেটা পিতলের পুতুল।
কিছুদিন পর গত বৃহস্পতিবার আবারো জিনদের বাদশাহ পরিচয়ে সুরুজ্জামান কে কল করে বলা হয় , এবার যদি সে ৫০ হাজার টাকা মসজিদের পাশে থাকা বাক্সে ফেলে তাবে তাকে এবার সোনার কলশ দেওয়া হবে।
কিন্তু এবার সুরুজ্জামান গ্রামের কিছু লোকদের সাথে কথা বলে ৫০ হাজার টাকার বান্ডেলের ভিতরে কাগজ ঢুকিয়ে বাক্সে ফেলে আসে।
পরে প্রতারক চক্রের ২ বাদশাহ’ রাতের আধারে বাক্সের ভেতর থেকে টাকা নিতে আসলে গ্রামের লোকজন তাদের আটক করে গন ধোলাই দেয় ও পরে পুলিশের হাত সোদর্পন করে।