নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে বাজের দ্রব্য মূল্যর দাম বৃদ্ধি পায় প্রতি বছর। এবারো এর ব্যকিক্রম ঘটেনি । রোজা শুরু হবার আগে থেকে শবজি সহ দাম বেড়েছে সকল ভোজ্য পন্যের।
রোজা শুরু হবার আগে প্রায় ১০০ থেকে ১১০ টাকা প্রতি কেজিতে বেড়েছ গরুর মাংস সহ খাসি ও ভেড়ার মাংসের দাম। এতে জনমনে যেমন দেখা দিয়েছে ক্ষোভ তেমনি দেখা গেছে আর্থিক টানা পোড়ন।
সামাজিক যোগাযোগ মাধ্যেম গুলোতেও নিজের মনের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে সাধারন জনগনকে।
এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে সকল প্রকার মাংসের দাম নির্ধারন করে দেওয়া হয়েছে বাজারে দ্রব্য মূল্যর দাম স্থিতিশীল রাখার জন্য।
৮ মে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা(সিইও) একটি লিখিত আদেশ প্রদান করে বাজারে মাংসের দাম নির্ধারন করে দেন ও নির্ধারিত দামের বেসি মূল্য বিক্রয় করলে আইন অনুযাই ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানানো হয়।
নির্ধারত মাংসের দামের তালকা…
- দেশি গরুর মাংস প্রতি কেজি = ৫২৫ টাকা
- বিদেশী গরুর মাংস প্রতি কেজি = ৫০০ টাকা
- মহিশের মাংস প্রতি কেজি = ৪৮০ টাকা
- খাসির মাংস প্রতি কেজি =৭৫০ টাকা
- ভেড়া/ছাগীর মাংস প্রতি কেজি = ৬৫০ টাকা