নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃবিশ্বকাপ ক্রিকেটের আর মাত্র কিছু দিন বাকি। তবে এই বিশ্বকাপ শেষ হওয়ার পর ক্রিকেট প্রেমিরা হরাবে ব্যাট-বল হতে ক্রিকেট মাঠ কাপানো অনেক তারকা ক্রিকেট তারকাদের।
দেখেনিন তাদের সম্ভব্য তালিকা………….
- মাসরাফি বিন-মর্তুজা-বাংলাদেশ: বাংলাদেশ দলের নেতৃত্বে পাওয়ার পর বদলে দিয়েছেন দলের ভাগ্য। দলের বোলার হিসেবেও দেখিয়েছেন দারুন চমক। ২০৬টি ওয়ান্ডে খেলে নিজের ঝুলিতে নিয়েছেন ২৬২ উইকেট।
- ইমরান তাহির- দক্ষিণ আফ্রিকাঃ বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক(৪০) খেলোয়ার তিনি। দলের হয়ে খেলেছেন ৯৮টি ওয়ান্ডে ম্যাচ ও উইকেট নিয়েছেন ১৬২ টি।
- ক্রিস গেইল-ওয়েস্ট ইন্ডিজঃ ব্যাট হতে বল তারা করে বেড়ানোই যার কাজ। হতে ব্যাট তো বল মাঠের বাহিরে। দলের হয়ে ২৮৮টি ওয়ানডে ম্যাচ খেলে দখলে রয়েছে ১০ হাজারের বেশি রান।
- শোয়েব মালিক-পাকিস্তানঃ ১৯৯৯ সলে দলে অত্বপ্রকাশ করে মোট ওয়ান্ডে ম্যাচ খেলেছেন ২৮৮টি। দলকে বিপদের সময় ব্যাট বা বল হাতে কখনো ব্যাট-বল দুটোর জোরে ছিনিয়ে এনেছেন বিজয়। মোট রান সংগ্রহ করেছেন ১০ হাজারের অধিক।
- মহেন্দ্র সিংহ ধোনি-ভারতঃ হেলিকাপ্টার সর্টের আবিস্কারক তিনি। নিশ্চিত হারের মাঝেও অনেক ম্যাচের ফলাফল বদলে দিয়েছেন তিনি ব্যাট হাতে, এবং দলের অধিনায়ক হিসেবে ভারতের সেরাদের একজন তিনি। ওয়ান্ডে ম্যাচ খেলেছেন মোট ৩৪১টি ও রান তুলেছেন ১১ হাজারের অধিক।
- মোহম্মদ হাফিজ-পাকিস্তানঃ তারকা খেলোয়ারদের কথা আসলেই উঠে আসে তার নাম। বিশ্বের অন্যতম সিনিয়র খেলোয়ার ও অলরাউন্ডর তিনি। ওয়ান্ডে ম্যচ খেলেছেন ২০৮টি । সংগ্রহ করেছেন ৬ হাজারেরো বেশি ও তুলে নিয়েছেন ১৩৭টি উইকেট।
- লাসিথ মালিঙ্গা-শ্রিলঙ্কাঃ ইর্উকার বলের মাস্টার হিসেবে ক্রিকেট বিশ্বে ক্ষেত লাসিথ মালেঙ্গা। বলের যাদুতে উড়িয়ে দিয়েছেন অনেক ব্যাটিং মাস্টারকে। দলের হয়ে ২১৩ ম্যাচ খেলে সংগ্রহ করেছন ৩১৮ উইকেট।
malanga, Dhoni, Masrafi, hafiz, soyob malek