ডিবি

সিদ্ধিরগঞ্জে ডিবি পরিচয়ে দুই ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সিদ্ধিরগঞ্জে সাদা পোশাকে ডিবি পরিচয়ে নগদ টাকা ও মালামালসহ মোবাইলের দোকানের মালিক সাইদ আহমেদ খান আকাশ (২০) ও কর্মচারী জুয়েল বেপারীকে (২০) তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

১৩ মে সোমবার দুপুর ১ টার দিকে মহানগরের সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের শিমরাইল এলাকার হাজী বদর উদ্দিন শপিং কমপ্লেক্সের নিচ তলার আকাশ টেলিকমে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিখোঁজ আকাশের মা আনোয়ারা বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে সাদা পোশাকে ডিবি পরিচয় দানকারী ৬ জন লোক এসে নগদ ৮ লাখ ২৬ হাজার ৫’শ ২০ টাকা, বিকাশের ১ লাখ ৮৫ হাজার টাকা ও মালামালসহ আনুমানিক ৩০ লাখ টাকা নিয়ে যায়। এ সময় দোকান মালিক সাইদ আহমেদ খান আকাশ ও কর্মচারী জুয়েল বেপারীকে তুলে নিয়ে যায় তারা।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ্ পারভেজ জানান, অভিযোগ পেয়েছি। নিখোঁজ দুইজন ও মালামাল উদ্ধারে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

কোটা সংস্কার

অবশেষে সেই ছয় সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তর

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ অবশেষে ডিবি হেফাজতে থাকা ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।