ফিতরার হার

ধার্য করা হলো জনপ্রতি ফিতরার হার-যেনে নিন কত..??

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃএ বছরের জনপ্রতি ফিতরার হার ধার্য করা হয়েছে। জনপ্রতি সর্বনিন্ম ফিতরা ৭০ টাকা ও সর্বোচ্চ  ১ হাজার ৯৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

১৬ মে বৃহস্পতিবার বায়তুল মোকাররম মসজিদে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি গনমাধ্যেমকে নিশ্চিত করেছেন ইসলামী ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুহম্মদ নিজাম উদ্দিন।

ইসলামি শরীয়া মোতাবেগ ১ কেজি ৬৫০ গ্রাম গম অথবা আটা,খেজুর, কিশমিশ, পনির ও যবের দাম অনুযায়ী ফিতরা নির্ধারন কর হয়।

তবে যেকোনো একটি পণ্যের ৩ কেজি ৩০০ গ্রামের বাজারমূল্যর সমপরিমান টাকা ফিতরা  দিতে পারবে।

সভা শেষে ইসলামী ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুহম্মদ নিজাম উদ্দিন বলেন, সারা দেশ থেকে সংগুহীত আটা, যব, খেজুর, কিশমিশ ও পনিরের সর্বোচ্চ বাজারমূল্যে এ ফিতরার হার ধার্য করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

করোনার সর্বশেষ

সোমবার-জেনে নিন গত ২৪ ঘন্টার নারায়ণগঞ্জের করোনার সর্বশেষ খবর

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জে  করোনার সংক্রমণের সংখ্যা আনেকটাই কম। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় মৃত্যুও হয়নি কারও।