পারসোনা

নকল ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী ব্যাবহার করায় পারসোনাকে ৪ লাখ টাক জরিমান

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নকল প্রসাধনী সামগ্রী ব্যবহার করায় দেশের সনামধন্য বিউটি পার্লার পারসোনাকে ৪ লাখ টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

গত মঙ্গলবার দুপুরে ধানমন্ডি-২৭ এর হাউজে অভিযান চালিয়ে বিদেশি প্রসাধনীরে কথা বলে নকল দেশীয় প্রসাধনি ব্যাবহার করায় এ জরিমানা করা হয়।

এর মধ্যে পারসোনা উইমেনকে আড়াই লাখ এবং পারসোনা ম্যানকে দেড় লাখ টাক জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফর।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ভ্রাম্যমান মেজিস্ট্রেট মনজুর শাহরিয়ার বলেন, রূপসজ্জায় নকল প্রসাধনী ব্যাবহার করছে পারসোনা বিউটি পার্লার। বিদেশী প্রসাধনীর কথা বলে দেশীয় নকল প্রসাধনী ব্যাবহার করে ভোক্তাদের সাথে প্রতারনা করেছে এবং তাদের কাছে প্রচুর পরিমানে মেয়াদোত্তীর্ণ প্রসাধনীর পাাওয়া গেছে।বাড়তি মুনাফার লোভে তারা যেসব প্রসাধনী ব্যাবহার করছে তা স্বাস্থ্য ও ত্বকে জন্য অনেক ক্ষতিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*