নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ স্বর্ণ ব্যবসায়ী প্রবীর চন্দ্র ঘোষের হত্যাকন্ডের ঘটনায় প্রধান আসামী পিন্টু দেবনাথের বিরুদ্ধে মৃত্যূদন্ডের আদেশ দিয়েছে আদালত।
প্রবীর হত্যা মামলার আরেক আসামী বাপন ভৌমিককে ৭ বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে এবং হত্যার প্ররোচনার অভিযোগে আসামী আব্দুল্লাহ আল মামুনকে খালাস প্রদান করা হয়েছে।
২৯ মে বুধবার দুপুরে জেলা দায়রা জজ আনিসুর রহমান এ আদেশ দেন। প্রবীর হত্যা
উল্লেখ্য যে, গত ১৮ জুন ২০১৮ সালে নিখোজ হয় স্বর্ণ ব্যবসায়ী প্রবীল চন্দ্র ঘোষ। এরপর ২১ দিন পর প্রধান আসাশী পিন্টুর ১৬৪ ধারায় জবানবন্দিতে ও তার দেয়া তথ্যর ভিত্তিতে আমলাপাড়া এলাকায় পিন্টুর ভারা বাসার সেপটিক ট্যাংক থেকে প্রবীর ঘোষের অধি-খন্ডিত লাস উদ্ধার করে পুলিশ।
পরে ১৪ জুলাই নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের খাস কামরায় হত্যাকান্ডের আসমাী পিন্টু দেবনাথের দেয়া স্বীকারুক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়।