যে কারনে মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের বদলি-প্রতিবাদ গড়ুন-বয়কট করুন

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ আড়ং আউটলেটকে জরিমানা করার কয়েক ঘন্টার মধ্যে নির্বাহী মেজিস্ট্রেট মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারকে বদলি করা হয়েছে।

আড়ং আউটলেটে তিনি দেখতে পান, একই রকম দুইটি সার্ট যথাক্রমে ৭৩০ টাকা ও ১৩০৭ টাকা দরে গ্রাহকদের কাছে বিক্রয় করে। যা সাধারন ভোক্তা অধিকার বর্হিভুত ও ভোক্তাদের ঠকানো। এমন অভিযোগের ভিত্তিতে নির্বাহী মেজিস্ট্রেট মন্জুর মোহাম্মদ শাহরিয়ার আড়ং আউটলেটে অভিযান পরিচালনা করে জারিমানা করে।

এছাড়াও মন্জুর মোহাম্মদ শাহরিয়ার সাধারন ভোক্তাদের ন্যায্য মূ্ল্য পন্য ক্রয় ও গুনগত মানের দ্রব্য সাম্গ্রী নিশ্চিত করার লক্ষ্যে স্বপ্ন, বিবিবি(মহিলাদের রুপ চর্চা সামগ্রী বিক্রেতা), নামি-দামী বিউটি পার্লার ও খোলা বাজারে অভিযান পরিচালনা করে।

এটাই তার অপরাধ, কেন সে নিজের পকেটে  ঘুষের টাকা না ঠুকিয়ে সাধারন জনগনের কথা চিন্তা করেছেন, কেন তিনি সৎ ও সাহসি..!

সাধারন জনগন যেখানে ঈদের জন্য বাড়ি গমনের উদেশ্য ব্যাগ গুছায় , সে সময় মেজিস্ট্রেট মন্জুর মোহাম্মদ শাহরিয়ার জনগনের পক্ষে কথা বলায় বদলির চিঠি হাতে পেয়ে ব্যাগ গুছায়।

তার বদলির রায়ের বিরুদ্ধে কথা বলুন,আড়ং সহ বয়কট করুন যে সরকারী কর্মকর্তাদের যারা তাকে বদলি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

আড়ংকে জরিমানা করা কর্মকর্তার বদলির আদেশ স্থগিত-জনগনের জয়