নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ গত সোমবার দায়ের করা রিটে ঢাকার ৯৩ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের রিট আবেদন হাইকোর্ট আমলে নিয়ে ১৭ জুন মঙ্গলবার আগামী ১ মাসের মধ্যে ফার্মেসি থেকে সকল মেয়াদোত্তীর্ণ ওষুধ সরিয়ে নেওয়ার আদেশ দিয়েছে।
১৮ জুন মঙ্গলবার দুপুরে হাইকোর্টের বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদের এ আদেশ দেন।
এর আগে ৯৩ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্র হয় এরকম খবর জাতীয় পত্রিকা গুলোতে প্রতিবেদন প্রকাশ করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। শহরের বিভিন্ন ফার্মেসি গুলোতে অভিযান পরিচালনা করে বেশিরভাগ ফার্মেসি গুলোতে ৯৩ শতাংশ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায় বলেও তিনি যানান।
পাশাপাশি কয়েকটি প্রতিষ্ঠান সাময়িকভাবে ভাবে বন্ধ ঘোষনাও করেন তিনি।