নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ জালকুরীতে ২০০৫ সালে ছিন্তাইয়ের ঘটনায় দুই ছিন্তাইকারীকে অস্ত্র মামলায় ১৪ বছর করে কারাদন্ড দিয়েছে নারায়ণগঞ্জ জেলা আদালত।৩০ জুন রবিবার নারায়ণগঞ্জ ৭নং বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় দেন।
অস্ত্র মামলার দুই আসামী মামলায় জমিন নিয়ে পলাতক থাকায় তাদের অনুপস্থিতিকে এ রায় ঘোষনা করা হয়।
সাজা প্রপ্ত অসামীরা হলেন, মুনসিগঞ্জ জেলার মৃত. আ. হান্নানের ছেলে আওলাদ হোসেন (৩০) ও বরগুনা জেলার খোরশেদ খানের ছেলে বিল্লাল হোসেন (৩৬)।
মামলা সূত্রে জানা গেছে,২০ ০৫ সালে ১৯ ডিসেম্ব নার্গিস বেগম ও তার ছেলে শহিদ ব্যংক থেকে টাকা তুলে রিক্সযুগে দেলপাড়া এলাকার নিজ বাড়িতে যাওয়ার পথে মটর সাইকলে যোগে ৪ ছিন্তাইকারী তাদের ধাওয়া করে টাকার বেগ ছিনীয়ে নেয়। এসময় স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে দুই ছিন্তাইকারীকে একটি পিস্তল সহ আটক করে । ছিন্তাই ও পিস্তল সহ আটকের ঘটনায় ফতুল্লা মডেল থানা পুলিশ একটি মামলা দায়ের করে।