নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃপদ্মা সেতুর কাজ এগিয়ে চলছে দ্রুত গতিতে। পিয়ারের পাশাপাশি বসানো হচ্ছে ষ্টিলের বেজ। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যেমে ছড়িয়ে পড়ে এক গুজব-”পদ্মা সেতু নির্মাণে প্রয়োজন মানুষের মাথা। এমন সংবাদ ছড়িয়ে পড়লে সারাদেশে শুরু হয় আলোচনা-সমালোচনা।
এরপর গুজব রটানোকারীকে গ্রেফতার করতে শুরু হয় আইন সৃঙ্খলকারী বাহিনীর অভিযান। মাত্র কিছু ঘন্টার মধ্যে ’’পদ্মা সেতু নির্মাণে লাগবে মানুষের মাথা” গুজব ছড়ানো ব্যাক্তিকে গ্রেফতার করা হয়।
গুজব ছড়ানোর দায়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে রাজবাড়ীর পাংশা এলাকা থেকে আটক করেছে র্যাব-৮। ১১ জুলাই বৃহস্পতিবার বেলা ১১টায় তার নিজ বাড়ি থেকে আটক করে র্যাব-৮।
আটককৃত স্কুল ছাত্রের নাম পার্থ আল-হাসান , সে পাংশা উপজেলার পাট্রা ইউনিয়নের বৈরাট গ্রামের আব্দুর সালামের ছেলে ও মাজাইল বিএমডি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ।
র্যাব-৮ এর কমান্ডার মেজর নাজমুল আরেফিন পরাগ স্কুল ছাত্রকে গ্রেফতারে বিষয়টি নিশ্চিত করে জানান,পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে’ফেসবুকে এমন গুজব ছড়ানোর দায়ে প্রযুক্তি আইনে তাকে গ্রেফতার হয়েছে ও পাংশা থানায় মামলা দায়ের করা হয়েছে।