মিন্নি রিফাত

সংবাদ সম্মেলনে ১০ কারনে মিন্নিকে গ্রেফতারের দাবি জানালেন রিফাতের বাবা

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ বরগুনায় রিফাতকে কুপিয়ে হত্যার ঘটনায় সংবাদ সম্মেলন করে পুত্রবধূ মিন্নিকে গ্রেফতার করার দাবি জানিয়েছে নিহত রিফাতের বাবা। ১৩ জুলাই শনিবার রাত ৮ টায় বরগুনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলেনে তিনি এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে তিনি পুত্রবধূ মিন্নিকে গ্রেফতারের কারন হিসেবে নিন্মের ১০ কারন উল্লেখ্য করেন। মিন্নি রিফাত মিন্নি রিফাত

১. নয়নের সাথে তার বিয়ের ঘটনা রিফাতের পরিবারের কাছে গোপন করা।

২. নয়নের সাথে বিয়ে বলবৎ থাকা অবস্থায় রিফাতকে বিয়ে করা।

৩. রিফাতের সাথে বিয়ে হবার পরেও গোপনে নয়নের বাসায় আসা-যাওয়া করা।

৪. ২৫ জুন (রিফাতকে হত্যার আগের দিন) মিন্নি নয়নের বাসায় যাওয়া।

৫. মিন্নি প্রতিদিন একা কলেজে যেত, কিন্তু হত্যার দিন রিফতকে সাথে করে নিয়ে যাওয়া।

৬. রিফাত মিন্নিকে নিয়ে মটর সাইকেল করে আসতে চাইলে কৌশলে তা কালক্ষেপণ করে মিন্নি।

৭. নয়নের লোকজন যখন রিফাতকে ঝপটে ধরে নিয়ে যাচ্ছে , তখন মিন্নির স্বাভাবিক ভাবে হাঁটা।

৮. রিফাতকে কোপানোর সময় মিন্নি ঝপটে ধরলেও মিন্নিকে আঘাত না করা।

৯. আহত রিফাতকে হাসপাতালে না নেওয়ার চেষ্টা করে , মিন্নির সাধারন ভাবে তার জুতা ও ব্যাগ ‍ওঠাতে ব্যাস্ত থাকা।

১০. আহত রিফাতকে বরিশালে নেওয়ার সময় মিন্নি সাথে না যাওয়া ও পরেও না যাওয়া।

উল্লেখিত কারন গুলো সংবাদ সম্মেলনে প্রকাশ করে পুত্রবধূ মিন্নিকে গ্রেফতার করার দাবি জানান নিহত রিফাত শরীফের বাবা আবদুল হালিম দুলাল শরীফ।

সূত্র-

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ফাঁসির আদেশ

রিফাত হত্যা-স্ত্রী মিন্নি সহ ৫ জনের ফাঁসির আদেশ-তালিকা সহ

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ আলোচিত রিফাত হত্যা মামলায় রিফাতের স্ত্রী মিন্নি সহ মোট ৬ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা করে জরিমানা করা