নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সিদ্ধিরগঞ্জে ছেলে ধরা সন্দেহে নিহত বাক প্রতিবন্ধ সিরাজ তার মেয়ের সৎ বাবার চক্রান্তের শিকারে নিহত হয়েছে বলে দাবী করছে নিহত সিরজের পরিবার।
২১ জুলাই সিরাজকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে দাবী করে মিছিল করেছে এলাকাবাসী।
নিহত সিরাজের পারিবারিক সূত্রে জানা গেছে, সিরাজ বাক প্রতিবন্দী ও রাজমিস্ত্রীর জোগালি কাজ করতো। গত ১০ বছর আগে শামসুন্নাহারের সাথে সিরাজের বিয়ে হয় । এরপর তাদের একটি কন্যা সন্তানর জন্ম হয়। বছর খানেক আগে নিহত সিরাজের স্ত্রী শামসুন্নাহার বিদ্যুৎ মিস্ত্রী আঃ মান্নান ওরফে সোহেলের সাথে পারকিয়ায় জরিয়ে পরে। শামসুন্নহার ও মান্নান এক পর্যায়ে পালিয়ে যায় ,সাথে নিয়ে যায় সিরাজে মেয়েকে। নিহত সিরাজের পরিবারের লোকজন শামসুন্নাহারকে অনেক খোজার পড়ের কোন সন্ধান পায়নি। পরে ৫ দিন পর শামসুন্নাহর সিরাজকে তালাক নামা পাঠায়।
এরপর থেকে নিহত সিরাজ তার মেয়েকে দেখার জন্য তাদের খুজতে থাকে। বহুদিন পর সিরাজ জানতে পারে তার কন্যার সিদ্ধিরগঞ্জের মিজমিজি আল আমিন নগর এলাকায় থাকে।
২০ জুলাই কন্যাকে দেখতে ১০০ টাকা ধার করে মেয়ের জন্য চুরি ,লিপস্টিক ইত্যাদি কিনে মেয়েকে দেখতে যায়। মেয়েকে রাস্তায় দেখে তার সাথে কথা বলেতে থাকে সিরাজ। এমন সময় তার মেয়ের সৎ বাবা মান্নান ছেলে ধরা বলে ডাক-ডাকি করতে থাকে। পরে বিক্ষুব্ধ জনতা এসে সিরাজকে এলোপাথারি মারতে থাকে।
এ ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থল থেকে সিরাজকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।
এঘটনায় মামাল দায়ের হয়নি বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ সেলিম মিয়া। তবে মামলা মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
live narayangnaj, bd protidin, bangladesh protidin, press narayanganj, newsnarayanganj24,