নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ডেঙ্গুর সংক্রামন রোধে এডিস মশা নিধনে এবার রাজধানীতে মাঠে থাকবে মোবাইল কোর্ট। এমনটাই জানিয়েছেন ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।
২২ জুলাই সোমবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত শিশুদের হাসপাতালে দেখতে গেয়ে মেয়র সাঈদ খোকন এসব কথা বলেন। তিনি বলেন, এডিস মশার প্রজনন নিধনে নির্বাহী মেজিস্ট্রেট বা মোবাইল কোর্ট পরিচালনা করার সিদ্ধন্ত নেওয়া হয়েছে। যে সকল ভবনের সামনে এডিস মশার প্রজনন স্থল বা প্রজনন হতে পারে এমন পরিবেশ দেখা যাবে, মোবাইল কোর্ট সেই ভবনের মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।
মেয়র সাঈদ খোকন আরো বলেন, আমার এডিস মশার প্রজনন নিধনে ভবন মালিকদের সহযোগিতা চেয়েছি, কিন্তু তারা আমাদের তেমন সহযোগিতা করছে। তাই আমার নির্বাহী মেজিস্ট্রেট বা মোবাইল কোর্ট পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহন করছি।