নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ দারীপুরের কাঁঠালবাড়ি ১নং ফেরিঘাটে ২৫ জুলাই রাতে সচিবের গাড়ির জন্য ফেরি তিন ঘণ্টা দেরি করায় তিতাস ঘোষ নামের এক স্কুলছাত্রের মৃত্যুর হয়েছে। এমনটাই অভিযোগ তিতাসের পরিবারের।
স্কুল ছাত্র তিতাস বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুত আহত হওয়ার পর উন্নত চিকিৎসা প্রদানের জন্য ঢাকায় নিয়ে আসছিল তার পরিবার। রাত ৮টায় কাঁঠালবাড়ি ১নং ফেরিঘাটে পৌঁছায় তিতিসকে বহনকারী এম্বুলেন্স। তখন ঘাটে ’কুমিল্লা” নামের ফেরিটি নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের গাড়ি আসার অপেক্ষায় রাত ৮ টায় ছাড়ার কথা থাকলেও ফেরিটি ছাড়ে রাত ১১ টায় । এতে অতিরিক্ত রক্তক্ষরনের কারনে ফেরিতে অপেক্ষমান এম্বুলেন্সেই মৃত্যু হয় তিতাসের।
ভিডিও দেখুন…..
সচিবের গাড়ির জন্য ৩ ঘন্টা ফেরী থেমে থাকায় এম্বুলেন্স কিশোরের মৃত্যু..হায়রে ভিআইপি..
Gepostet von নারায়ণগঞ্জ বাণী নিউজ am Sonntag, 28. Juli 2019