ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৮ মাসের অন্তঃসত্বা মায়ের মৃত্যু

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ডেঙ্গু জ্বরে আক্রন্ত হয়ে ৮ মাসের এক অন্তঃসত্বা মায়ের মৃত্যু হয়েছে। ২ আগষ্ট শুক্রবার আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বিএসএমএমইউতে তিনি মারা যান।

নিহতের নাম মালিহা মাহফুজ অন্নি (২৭)। গত ১ বছর আগে নাফিজ ইমতিয়াজের সাথে বিয়ে হয় মালিহা মাহফুজ অন্নির। বিয়ের এক বছরের মাথায় ঘর আলোকিত করে আর মাত্র ২ মাস পর প্রথমবারের মতো আসতো ছেলে সন্তান। এমনটাই দেখা গেছে নিহতের স্বামী নাফিজ ইমতিয়াজের ফেসবুক ওয়ালে পোষ্ট করা একটি ছবিতে। নিহত মালিহা একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

জানা গেছে, মালিহা ১০ দিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। তার অবস্থার অবনতি হলে তাকে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে আইসিইউতে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছিল। আইসিইউতে চিকিৎসাধিন অবস্থায় মালিহা মাহফুজ মৃত্যু বরন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

গণঅধিকার পরিষদ

গণঅধিকার পরিষদ সোনারগাঁ উপজেলার আহবায়ক কমিটি ঘোষণা

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ  গণঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।