বন্দরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় মা-ছেলেকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ বন্দওে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিডি করায় মনির হোসেন(৩৩) নামের এক আইনজীবি সহকারীকে পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে মাদক ব্যবসায়ীরা। পূত্রকে বাঁচাতে গিয়ে মা কেহেরুন নেছা(৭০)কে পিটিয়ে জখম করে তারা।

১৭ আগষ্ট শনিবার ভোরে বন্দর উপজেলার রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন মা ও ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রন রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

গ্রামবাসী সূত্রে জানাগেছে, উপজেলা ধামগড় ইউপির রামনগর গ্রামের স্থানীয় সাবেক ইউপি সদস্য ইলিয়াস মিয়ার ছেলে সাদ্দাম ও রুবেলের ছত্রছায়ায় একই গ্রামের আবুল মিয়ার ছেলে ডাকাত সুমন, লাল মিয়ার ছেলে পটল ও সাহাবউদ্দিনের ছেলে কামালসহ একটি সিন্ডিকেট করে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এ গ্রামে মাদক ব্যবসা করতে দিবে না বলে একই গ্রামের মৃত আকবর আলীর ছেলে (আইনজীবি সহকারি) মনির হোসেন বাঁধা দিতেন। এই নিয়ে মাদক ব্যবসায়ীদের মধ্যে মনিরের দ্বন্দ্ব চলছিল। এতে মাদক ব্যবসায়ীরা মনিরের ওপর ক্ষিপ্ত হয়ে উঠে।

এতে মনির নিরুপায় হয়ে শুক্রবার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় একটি জিডি করেন। জিডির খবর পেয়ে মাদক ব্যবসায়ী সিন্ডিকেট আরো ক্ষিপ্ত হয়ে ইলিয়াস মেম্বারের ছেলে সাদ্দাম, রুবেল, মোক্তার, আক্তার, হাকিম, ভাগিনা লুৎফর, ডাকাত সুমন, পটল ও কামালসহ আরো ৫-৬জন লাঠিসোটা নিয়ে গতকাল শনিবার ভোর ৫ টার দিকে মনিরকে বাড়ি থেকে ডেকে এনে এলোপাথারী পিটিয়ে গুরুতর আহত করে এবং তার পা ভেঙ্গে দেয়। এ সময় মনিরের মা কেহেরুন নেছা ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও পিটিয়ে আহত করে এবং বাড়িঘর ভাংচুর করে।

পরে স্থানীয় লোকজন ছুটে এসে মা- ছেলেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। মনিরের ওপর হামলার ঘটনা গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে। এতে গ্রামবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, মাদক ব্যবসা নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রনে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। মনিরের মামলা প্রক্রিয়াধিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

পুলিশ

নির্ধারিত তারিখে যোগ না দিলে চাকুরি হারাবে-দেখানো হবে পলাতক

নারাায়ণগঞ্জ বাণী২৪.কম’নির্ধারিত তারিখে যোগ না দিলে চাকরি হারাবেন পুলিশ সদস্যারা, সেই সাথে তাদের পলাতক দেখানো হবে বলে হুশিয়ারি দিয়েছেন