নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সিদ্ধিরগঞ্জে পোাষাক কাখানায় রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মালিকপক্ষ। ১ সেপ্টেম্বর রবিবার ভোর রাত ৪ টায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সিদ্ধিরগঞ্জ পুলস্থ ছয় তলা বিশিষ্ট মুজিব ভবনের দ্বিতীয় তলায় ”এ কে ফ্যাশন” পোশাক কারখানার গোডাউনে ভোর রাতে আগুন দেখতে পায় নৈশপ্রহরীরা। খবর পেয়ে মালিকপক্ষ দ্রুত ছুটে এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়। আদমজী, হাজীগঞ্জ, ডেমরা ও মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট ঘটনাস্থলে এসে ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে সকাল ৮ টার দিকে আগুন নিয়ন্ত্রন করেন। তবে আগুনের সূত্রপাত জানাতে পারেনি মালিকপক্ষ ও ফায়ার সার্ভিসকর্মীরা।
ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির রিপোর্ট পেলে আগুনের সূত্রপাত জানা যাবে।
কারখানা পরিচালক ইসফাত আহসান জানান, শনিবার সন্ধ্যা ৭ টা পর্যন্ত কারখানা চলছিল। ছুটি শেষে নিচ তলায় বৈদ্যুতিক মেইন সুইচ বন্ধ ছিল। তাই শর্ট সার্কিটের মাধ্যমে দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হওয়া অসম্ভব। ঘটনাটি রহস্যজনক দাবি করে তিনি আরও জানান, সাত লাখ পিস প্রস্তুত করা পলো টি শার্ট পুড়ে গেছে। যা রবিবার ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানী করার কথা ছিল। এছাড়া দশ টন কাপড় ও ডিজিটাল কাটার মেশিনসহ অন্যান্য সামগ্রী পুড়ে গেছে।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪’র পুলিশ সুপার জাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, আগ্নিকান্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।