নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফাইরাল হয় জাতীয় পরিচয় পত্রের একটি ছবি। যেখানে দেখা যায় পিতার নামের জায়গায় ,পিতার নাম হিসেবে এসেছে, মৃত ’’আওয়ামী লীগ”।
জাতীয় পরিচয় পত্রে ব্যক্তির নাম লিটন মিয়া ও মায়ের নাম রোকিয়া বেগম ঠিক থাকলেও জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ডে বিস্ময়কর ভাবে পিতার নাম আসে ’আওয়ামী লীগ”।
জাতীয় পরিচয় পত্রে ছোট-খাট ভুল থাকলেও পিতার নাম “আওয়ামী লীগ’ আসা বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় হৈ চৈ পড়ে যায়। এ বিষয়ে নির্বাচন কমিশনে খোঁজ নিয়ে জানা যায়, স্মার্ট কার্ডের পাশাপাশি ইসির তথ্য ভাণ্ডারেও রয়েছে এমন তথ্য। ইসির কয়েক জন কর্মকর্তা জানান, বিষয়টি অস্বাভাবিক লাগছে…! এ ব্যপারে আমারা দ্রুতই পদক্ষেপ নেব যাতে করে নিজের তথ্য সহজ ভাবে জানতে পারে জনগন।
আরোা পড়ুন-