প্রিয়া

গৃহকর্মী থেকে আবুধাবির নৃত্যমঞ্চে বাংলাদেশি প্রিয়া-জীবন যুদ্ধের কাহিনী

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ  আবুধাবিতে নিজ প্রতিভা গুণে গৃহকর্মী থেকে আবুধাবির নৃত্যমঞ্চে বাংলাদেশি প্রিয়া। কয়েক মাস আগে বিপুল পরিমাণ ঋণের বোঝা মাথায় নিয়ে আবুধাবিতে পাড়িজমায় গৃহকর্মী হিসেবে প্রিয়া।

প্রিয়া কাজ শেষে একদিন হটাৎ করেই তার সাথে থাকা আরেক গৃহকর্মীকে নেচে দেখায়া , সেই নাচ মোবাইলে ধারন করে প্রিয়ার সহকর্মী। প্রিয়া সহকর্মী মোবাইলে ধারন করা নৃত্যর ভিডিও দেখায়া তার বাড়িওয়ালীকে। সেখান থেকেই বাড়িওয়ালীর মাধ্যেমে প্রিয়ার নৃত্যর ভিডিও পৌছে যায় জনিয়া ম্যাথিউয়ের কাছে। প্রিয়ার নাচ দেখে মুগ্ধ হয় ম্যাথিউউয়ে।

ম্যাথিউ তার নাচ দেখে তার পরিচালনকৃত ফেসবুক গ্রুপে পোষ্ট করেন প্রিয়ার নৃত্যের সেই ভিডিও। এছাড়াও গত পাঁচ বছর ধরে আবুধাবিতে ডানডিয়া নামে ভারতীয় একটি নৃত্য উৎসবের আয়োজন করে আসছেন। যেখানে প্রতিভাবান মেধাবি নারী নৃত্যশিল্পী ও গায়িকাদের অংশগ্রহণের মাধ্যেমে অনুপ্রেরনা যোগান ম্যাথিউ।

জানা গেয়ে. প্রিয়ার বাসত বাড়িতে আগুন লেগে পুড়ে যায় সবকিছু। সেই আগুনে তার একমাত্র সন্তান আগুনে পুড়ে যায় । সন্তানকে বাচাতে আনেক টাকা ধার করে চিকিৎসার মাধ্যেমে সুস্থ করে তোলেন। ধারকৃত টাকা শোধ করতেই আবুধাবিতে গৃহকর্মী হিসেবে পড়বাসী হয় প্রিয়া।

আগামী ৩ অক্টোবর রাত ৮টা থেকে ১২ পর্যন্ত খলিফা পার্কে ডানডিয়া নৃত্য উৎসবে ই ভারতীয় নারীর সঙ্গে নাচবেন  প্রিয়া আক্তার।

সূত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*