গ্যাস

পানি ও সূর্যের আলো ব্যবহার করে গ্যাস আবিস্কার করলেন আব্দুল হামিদ-ভিডিও

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সূর্যের আলো ও পানি থেকে গ্যাস তৈরি করার পদ্ধতি আবিস্কার করছেন আব্দুল হামিদ নামের এক ব্যক্তি।  ১০ বছর পরিশ্রয়ম ও অধ্যাবসায়ের পর শেষ পর্যন্ত সফলতা পেয়েছেন ১০ শ্রেণী পাশকৃত আব্দুল হামিদ।

আর্থিক  অভাবে পড়াশুনা চালিয়ে যেতে পারেননি আব্দুল হামিদ, কাজ নেন ঢাকার একটি সোলার বিদ্যুৎ প্রতিষ্ঠানে। সেখান থেকেই  আবিস্কারের সপ্ন শুরু।

আব্দুল হামিন বলেন, বইতে পড়েছিলাম হাইড্রোজেন নিজে জ্বলে, অক্সিজেন অপরকে জ্বলতে সাহায্য করে, তাবে হাইড্রোজেন যেহেতু নিজে জ্বলে তাহলে ..!এটা দিয়ে রান্না করা যায় কী কর..!

বিস্তারিত দেখুন ভিডিওতে………….

১০ম শ্রেণী পাশ করতে পারেন নি.!!.তবে পানি ও সূর্যের আলো ব্যবহার করে গ্যাস উৎপাদন পদ্বতি আবিস্কার করলেন তিনি।প্রয়োজন সরকারি সহায়তা।

Gepostet von নারায়ণগঞ্জ বাণী নিউজ am Sonntag, 20. Oktober 2019

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

পুলিশ

নির্ধারিত তারিখে যোগ না দিলে চাকুরি হারাবে-দেখানো হবে পলাতক

নারাায়ণগঞ্জ বাণী২৪.কম’নির্ধারিত তারিখে যোগ না দিলে চাকরি হারাবেন পুলিশ সদস্যারা, সেই সাথে তাদের পলাতক দেখানো হবে বলে হুশিয়ারি দিয়েছেন