মেডিকেল কলেজে

মেডিকেলে সুযোগ পেয়েও আর্থিক অভাবে ভর্তিতে অনিশ্চয়তা তানিয়ার

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ  এমবিবিএস ভর্তি পরীক্ষায় পটুয়াখালি সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েও ভর্তি  হওয়া নিয়ে মেধাবী ছাত্রী তানিয়ার অনিশ্চয়তায় দেখা নিয়েছে । একই সাথে তার পরিবারে দেখা দিয়েছে  নিয়ে দুঃশ্চিন্তা।

দারিদ্রকে জয় করে তানিয়া এবার এমবিবিএস ভর্তি পরীক্ষায় পটুয়াখালি সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ করে নেয় মেধাবী ছাত্রী তানিয়া। তানিয়া নাটোরের বাগাতিপাড়ার সদর ইউনিয়নের কোয়ালীপাড়া গ্রামের আবু তালেবের। তার বাবা পেশায় একজন কৃষক। সামান্যতম এক টুকরো জমিতে চাষাবাদ করে সংসার চালায় আবু তাহের। আবু তাহেরের দুই কন্যার ও দুই ভাইয়ের মধ্যে তানিয়া সবার বড় ।  তানিয়ে ও তার বোন একই ক্লাসে পড়ালেখা করেছে ও স্কুল-কলেজের শিক্ষকদের সহেযোগিতা।

আবু তারেরের বড় দুই মেয়ে তানিয়া-তিশা অত্যন্ত মেধাবী হওয়ায় ও স্কুল-কলেজের সবার কাছে প্রিয়। তানিয়া এবার মেডিকেল কলেজে ভর্তি সুযোগ পায় ও তার বোন তিশা বিশ্ববিদ্যালেয়ের ভর্তির জন্য যুদ্ধ করে যাচ্ছে।

অর্থের অভাবে তাদের পিতা আবু তাহের কন্যাদের শিক্ষার ভবিষ্যৎ নিয়ে পরেছেন চিন্তায়। যেখানে সংসার চালাতে হিমসিমে পরতে হয়, সেখানে দুই মেয়ের উচ্চ শিক্ষার খরচ ..!

তানিয়ার বাবা আবু তাহের বলেন, তিশার খরচ বহন করার পাশাপশি তানিয়ার খরন বহন করার সমর্থ নেই তার । বেধার দিক বিবেচনা করে স্কুল-কলেজে  প্রাইভেটের টাকা নিতেননা শিক্ষকরা, অর্থিক সহায্যে করেছে অনেকেই , তাই তারা লেখাপরা করতে পেরেচে।

সূত্র-

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ফাইল ছবি

রূপগঞ্জে অগ্নিকান্ড-মরদেহ বুঝে নিতে হাসপাতালের মর্গ স্বজনদের ভিড়

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের সেজান জুস কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় নিহতদের লাশ গ্রহনের জন্য সকাল থেকেই ঢাকা