নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ মাত্র ৩৪বছর বয়সে হতে যাচ্ছেন বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী “সান্না ম্যারিন’’। চলতি সপ্তাহেই “সান্না ম্যারিন’’ শপথ নিতে যাচ্ছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে।
ফিনল্যান্ডের নারীদের নেতৃত্বে থাকা একটি কোয়ালিশন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন তিনি। বর্তমানে “সান্না ম্যারিন’’ দেশটির পরিবহন মন্ত্রী হিসেবে কাজ করছেন।
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী ”মিস্টার রিনি” ডাক বিভাগের ধর্মঘট মোকাবেলাকে কেন্দ্র করে আস্থা ভোটে হেরে পদত্যাগ করেন। এরপর দলীয় সিদ্ধান্ত মোতাবেগ তাকে প্রধানমন্ত্রীর পদে বসানোর সিদ্ধান্ত হয়।
এর আগে ৩৫ বছরের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন এবং ইউক্রেনের ৩৯ বছর বয়সী প্রধানমন্ত্রী ওলেকসি হোনচারুক ছিলেন বিশ্বের সবচেয়ে কম বয়সি প্রধানমন্ত্রীর তালিকায়।
প্রধানমন্ত্রী নির্বাচিত হবার পর তিনি বলেন, আমি কখনো আমার বয়স বা লিঙ্গ নিয়ে ভাবিনি, আমি যে কারনে রাজনীতিতে এসেছে সেটাই সবসময় ভেবেছি, তাই আমাকে জনগন ভোট দিয়ে নির্বাচিত করেছে।