নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নাগরিকত্ব সংশোধনী আইনকে (সিএএ) নিয়ে সংঘর্ষের ঘটনায় সরকারি ভাবে ৪৩ জনের মৃত্যুর কথা প্রকাশ করা হয়েছে। সংঘর্ষকে কেন্দ্র করে ১৪৮টি অভিযোগ করা হয়েছে এবং এতে আটক করা হয়েছে ৬৩০ জনকে।
গত ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার নিহতের সংখ্যা ছিল ৩৮ জন, ২৮ ফেব্রুয়ারী শুক্রবার ভারতের স্বাস্থ্যমন্ত্রণালয় থেকে ৪৩ জনের কতা উল্ল্যেখ্য করা হয়।
গত বুধবার ওই কয়েক জনের মরোদেহ নালা থেকে উদ্ধার করা হয়।এর মধ্যে একজন গোয়েন্দা কর্মকর্তা রয়েছে।
নিহতদের মধ্যে ১৩ জনের শরীরে গুলির ও ২২ জনের শরীরে জখমের চিহ্ন রয়েছে।
দিল্লি পুলিশের মুখপাত্র মানদিপ সিং জানিয়েছেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং অন্যান্য প্রমাণাদি সংগ্রহ করা হচ্ছে।নিহতের ঘটনায় ২৫টি অস্ত্র আইনে মামলা হয়েছে ।