করোনার টিকা

করোনা ভাইরাস- বাংলাদেশে আক্রান্ত ৩ জনের ২ জন নারায়ণগঞ্জের

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ দেশে প্রথম বারের মতো ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত বলে চিন্হিত করা হয়েছে।এতের মদ্যে ২ জন পুরুশ ও ১ জন নারী।করোনা ভাইরাস-

২ জন পুরুষ সম্পর্কে ভাই ভাই ও নারী একজনের স্ত্রী। তারা মাত্র কয়েক দিন আগে ইতালি থেকে দেশে ফিরে এসেছে।দেশে ফেরার ৫-৬ দিন পর গত দুই দিন পূর্বে স্বাস্থ্য বিভাগের লোকজন এসে তাদের ঢাকা নিয়ে যায়। এর পর পরিক্ষ-নীরিক্ষার পর রবিবার (৮ মার্চ) বিকেলে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা তাদের করোনা আক্রান্ত বলে জানায়।

তবে করোনায় আতঙ্কিত না হয় হওয়ার জন্য আহবা জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ। তিন বলেন, স্বাভাবিক জীবনযাত্রায় চলাচলে একটু সচেতন হতে হবে।

নারায়ণগঞ্জের একটি বহুতল ভবনের ১৩ তলায় বসবাস করতো তারা।

নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক ম্যাডিকেল অফিসার মো. আসাদুজ্জামান বলেন, ভবনটিকে নজরধারীতে রাখা হয়েছে,ভবনটির বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে সাবধানে চলাফেরা করতে নির্দেশনা দেয়া হয়েছে।

বাংলাদেশে যে তিনজন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে দুইজন নারায়ণগঞ্জে বলে গনমাধ্যেমকে নিশ্চিত করেন রায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ।

তিনি জানান,আক্রান্তদের ঢাকায় চিকিৎসা দেওয়া হচ্ছে।নারায়ণগঞ্জের লোকজনদের আতঙ্কিত না হবার আহবান জানান তিনিা। সেই সাতে সরকারের দেওয়া নির্দেশ মোতাবেগ চলার আহবানো জানান তিনি।করোনা ভাইরাস, করোনা ভাইরাস-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

নারায়ণগঞ্জে করোনার

নারায়ণগঞ্জে ভয়ঙ্কর রুপ করোনা-একদিনে সর্বোচ্চ মৃত্যু -বিস্তারিত

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জে ভয়ঙ্কর রুপ ধারণ করেছে করোনা ভাইরাস।ক্রমেই বাড়ছে জেলায় মৃত্যুর সংখ্যা। তবে জনমনে নেই সবধানতা। পথে-প্রন্তরে, চলাফেরায়