নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ইউনিয়ন পরিষদ নির্বাচনের এক বছর বাকি থাকতেই নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে নানামুখি তৎপরতা। এলাকায় শুরু হয়েছে নির্বাচনী আলোচনা সমালোচনা।
দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এমন বিশ্বাসে দলীয় প্রতীক ছিনিয়ে আনতে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে দৌড়ঝাপ।
নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে একজন হলেন, নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এবিএম রিপন।
তিনি বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে ১নং ওয়ার্ড থেকে মেম্বার পদে নির্বাচিত হয়ে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী হতে চান বলে এলাকাবাসী জানায়।
এ বিষয়ে জানতে চাইলে এর সত্যতা স্বীকার করে এবিএম রিপন জানান, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আওয়ামীলীগ থেকে মনোনয়ন চাইবেন।
এলাকাবাসী জানায়, এবিএম রিপনের পিতা একজন বীর মুক্তিযোদ্ধা, তাছাড়া তিনি আওয়ামীলীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত এবং বর্তমানে তিনি নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এরই মধ্যে এবিএম রিপন নোয়াগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সহ বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন এবং দলীয় মনোনয়ন নিশ্চিত করতে দলের কেন্দ্রীয় নেতাদের সাথেও যোগাযোগ রক্ষা করে চলছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা যায়।