নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত ৩ জনের মধ্যে ২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং একজন চিকিৎসাধীন অছেন। ২৮ মার্চ বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে জানানো হয় গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে ১৫ জন হোম কোয়রেন্টাইনে যুক্ত হয়েছে এদের সহ সর্বমোট ২১৩ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। ২৪ জনকে কোয়ারেন্টাইন থেকে আব্যহতি দেওয়া হযেছে।
জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ জানান. আমাদের হাসপাতাল গুলোাতে যথেষ্ট পরিমানে পিপিআই রয়েছে এবং জেলার প্রতিটি সরকারি হাসপাতালে আইসোলেশন কক্ষ রাখা হয়েছে।
নারায়ণগঞ্জ করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন জানান, নারায়ণগঞ্জে প্রাথমিক ভাবে ৭০৮৮ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হবে।এরই মধ্যে ৪৪৩৮ টি প্যাকেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। এতে কোন অনিয়ম হলে হটলাইন না¤া^রগুলুতে জানানোর নির্দেশনা দেন জেলা প্রশাসক।
আন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি) মোস্তাফিজুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা সিরাজ উদ্দৌলা , সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।