নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ বাংলাদেশে গত ২৪ ঘন্টায় নতুন কোন করোনায় আক্রান্ত রোগী পাওয়া যায়নি বলে জয়নি।২৯ মার্চ রবিবার বাাংলাদেশ রোগতত্ব গবেষণা ইন্সস্টিটিউট (আইসিডিসিআর) এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ফেইসবুক লাইভে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান।
লাইভে সাংবাদিক সম্মেলনের আরো জানানো হয়, গত ২৪ ঘন্টায় করোনা সন্দেহে ১০৯ জনের নমুনা পরিক্ষ করা হয়েছে। তাদের কারো শরীরে করোনা ভাইরাসের সংক্রামন পাওয়া যয়নি।
তিনি আরও বলেন আপনারা অবশ্যই ঘরের ভিতরে থাকবেন ঘরের বাইরে যাবেন না,। আর ঘরের ভিতরে থেকে যে বিষয়গুলো আমরা নিয়মিত বলে থাকি সেগুলো অবশ্যই মেনে চলতে হবে উল্লেখ করে তিনি বলেন, ইতিমধ্যে যারা আক্রান্ত তাদের সংষ্পর্স তেকে দুরে থাকবেন,কাশি শিষ্টাচার মেনে চলবেন, ভাল করে দুই হাত ধুবেন।
নমুনা পরীক্ষা সম্পর্কে তিনি বলেন, আমরা আগেই বলেছিলাম প্রাথমিক ভাবে আইসিডিসিআরে নমুনা পরীক্ষা হলেও রোগ বিস্তারের উপর ভিত্তি করে এটা বিভিন্ন জায়গায় প্রসারিত করব। এরই মধ্যে চট্রগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে নমুনা পরীক্ষার ব্যাবস্থা করা হয়েছে।
ফ্লোরা জানান প্রত্যেকটি জেলা এবং উপজেলা পর্যায়েও কন্টলরুম খোলা হয়েছে তারা সেখান থেকে কোন উপসর্গ পেলে নমুনা সংগ্রহ করে আমাদের কাছে পাঠাবে। গত ২৪ ঘন্টায় চার জন অক্রান্তের মধ্যে দুজন চিকিৎসক রয়েছেন যারা এরোগের চিকিঃসা করেছেন বলেল জানান ফ্লোরা।