নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ করোনা ভাইরাস সংক্রামক রোধে সরকার সামাজিক দুরত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছেন । এতে করে অনেক মানুষ অসহায় হয়ে পড়েছেন। বিশেষ করে দিনমজুর, খেটে খাওয়া মানুষ ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে এগিয়ে এসেছেন উল্লেখ করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন অসহায় দিনমজুর ও খেটে খাওয়া মানুষদের পাশে দাড়ানোর জন্য সমাজের বিত্তশালীদেরকে আহবান জানিয়েছেন।
২৯ মার্চ রবিবার জেলার সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ত্রান সামগ্রী বিতরন কালে তিনি এ আহবান জানান।
এ সময় তিনি কঁচপুর ইউনিয়নের বিসিক শিল্প নগরী, সেনপাড়া সহ বিভিন্ন এলাকায় ত্রান সামগ্রী বিতরন করেন। জেলা প্রশাসক আরও জানান, নারায়ণগঞ্জে আরও ১০০ মেট্রিক টন চাল এবং ২ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
প্রধানমন্ত্রীর ত্রান সামগ্রী সহায়তার অংশ হিসেবে ত্রান মন্ত্রনালয় আজ এ বরাদ্দ দিয়েছে। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ বাবুল ওমর বাবু এবং কাঁচপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ ওমর এ সময় তার সাথ ছিলেন।