বিত্তশালীরা অসহায় মানুষের পাশে দাড়ান-জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ করোনা ভাইরাস সংক্রামক রোধে সরকার সামাজিক দুরত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছেন । এতে করে অনেক মানুষ অসহায় হয়ে পড়েছেন। বিশেষ করে দিনমজুর, খেটে খাওয়া মানুষ ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে এগিয়ে এসেছেন উল্লেখ করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন অসহায় দিনমজুর ও খেটে খাওয়া মানুষদের পাশে দাড়ানোর জন্য সমাজের বিত্তশালীদেরকে আহবান জানিয়েছেন।

২৯ মার্চ রবিবার জেলার সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ত্রান সামগ্রী বিতরন কালে তিনি এ আহবান জানান।
এ সময় তিনি কঁচপুর ইউনিয়নের বিসিক শিল্প নগরী, সেনপাড়া সহ বিভিন্ন এলাকায় ত্রান সামগ্রী বিতরন করেন। জেলা প্রশাসক আরও জানান, নারায়ণগঞ্জে আরও ১০০ মেট্রিক টন চাল এবং ২ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

প্রধানমন্ত্রীর ত্রান সামগ্রী সহায়তার অংশ হিসেবে ত্রান মন্ত্রনালয় আজ এ বরাদ্দ দিয়েছে। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ বাবুল ওমর বাবু এবং কাঁচপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ ওমর এ সময় তার সাথ ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

করোনা

করোনা যুদ্ধে যোগ দিতে নারায়ণগঞ্জে পৌঁছেছে ২৫ ডাক্তার-ফুলের শুভেচ্ছায় শিক্ত

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ করোনা মহামারিকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে করোনা যুদ্ধে অংশ নিতে নারায়ণগঞ্জে যোগ দিয়েছে নতুন করে আরও ২৫ ডাক্তার। ১২ মে মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন