জনপ্রশাসন মন্ত্রনালয়

দেশে সরকারি ও বেসকারি অফিসের ছুটি বাড়ছে ৯ এপ্রিল পর্যন্ত

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সরকারি ও বেসরকারি অফিস আগামী ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৩১ মার্চ মঙ্গলবার দেশের ৬৪ জেলার কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে দেশের কেরোনা পরিস্থিতি পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের করোনা পরিস্থিতি যাই হোন, আমরা প্রস্তুত আছি। যেহেতু করোনা সংক্রামনের প্রধান উপাদেয় হচ্ছে জনসংজম এড়িয়ে চলা।সেজন্য আরো কিছু দিন সরকারি ও বেসরকারি আফিস বন্ধ রাখা হবে। সকল প্রকার গনপরিবহন বন্ধ থাকার কারনে গ্রামে ফেরা মানুষ  ‍গুলো শহরে আসতে পারবেনা। তাই ছুটি বাড়িয়ে ও সল্প সংখ্যক গনপরিবহন চালু করে তাদের শহরে ফেরার ব্যবস্থা করা হবে।

দেশে কেউ যেন অভুক্ত না থাকে সেদিকে সবার সচেতন থাকার জন্য নির্দেশ প্রদান করেন প্রধানমন্ত্রী,।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

শিক্ষা-প্রতিষ্ঠানের ছুটি

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বৃদ্ধি

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি বৃদ্ধি করা হয়েছে। চলমান ছুটির সঙ্গে এক মাস বৃদ্ধি করে আগামী