সরকারি ছুটি

সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠান ও অফিস সমুহ ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ

নারায়ণগঞ্জ বানী২৪.কমঃ বাংলাদেশে করোনা সংক্রামন রোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমুহ চলমান ছুটির সাথে নতুন করে করে আরো ৪ দিন বর্ধিত করা হয়েছে । সেই সাথে ৯ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত ছুটির কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন।

৩১ মার্চ মঙ্গলবার দেশের ৬৪ জেলার কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে দেশের কেরোনা পরিস্থিতি পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের করোনা পরিস্থিতি যাই হোন, আমরা প্রস্তুত আছি। যেহেতু করোনা সংক্রামনের প্রধান উপাদেয় হচ্ছে জনসংজম এড়িয়ে চলা।সেজন্য আরো কিছু দিন সরকারি ও বেসরকারি আফিস বন্ধ রাখা হবে। সকল প্রকার গনপরিবহন বন্ধ থাকার কারনে গ্রামে ফেরা মানুষ  ‍গুলো শহরে আসতে পারবেনা। তাই ছুটি বাড়িয়ে ও সল্প সংখ্যক গনপরিবহন চালু করে তাদের শহরে ফেরার ব্যবস্থা করা হবে।

দেশে কেউ যেন অভুক্ত না থাকে সেদিকে সবার সচেতন থাকার জন্য নির্দেশ প্রদান করেন প্রধানমন্ত্রী,।

সেই সুবাদে ১০ ও ১১ এপ্রিল সাধারন সরকারি ছুটি হওয়া ১১ এপ্রিল পর্যন্ত ছুটি পচ্ছে দেশের সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহ।

সংক্রমণ প্রতিরোধে সাধারণ ছুটি আগামী ১১ এপ্রিল পর্যন্ত বর্ধিত করে নথি প্রস্তুত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের জন্য পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

গ্রেফতার

নারায়ণগঞ্জে নাশকতায় জড়িত আরও ২৫ জন গ্রেফতার

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ জেলা থেকে আরও ২৫ জন কে  গ্রেফতার করা হয়েছে।