নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জে সিদ্ধিরসঞ্জের বিভিন্ন এলাকায় অসহায়দের মাঝে ত্রাণ সমগ্রী বিতরন করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামরুল ফারুক।
৩১শে মার্চ মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ি, কদমতলী, সিদ্ধিরগঞ্জ পুল, আজিবপুর রেললাইন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমড়াইল মোড় এলাকায় প্রায় ৮০ জন অসহায়, দুস্থ, অন্ধ, প্রতিবন্ধীর মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুল ফারুক। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবন, আলু, পেয়াজ ও সাবান ইত্যাদি।
করোনা ভাইরাসে (কোভিড-১৯) যখন পুরো দেশের মানুষ অঘোষিত লকডাউনে রয়েছেন। অসহায়, গরীব, দিনমজুর, প্রতিবন্ধী, দু:স্থরা খাদ্যের জন্য হাহাকার করছেন ঠিক তখনই একজন আলোর দ্যুতি হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ালেন ওসি কামরুল ফারুক।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, প্রথম পর্যায়ে অসহায় মানুষের জন্য সামান্য কিছু করেছি। মহান আল্লাহ তায়ালা যদি সামর্থ্য দান করেন আগামীতে আরো ভালো কিছু করার পরিকল্পনা রয়েছে।
অন্যান্যদেও পরিদর্শক (অপারেশন) মোঃ রুবেল হাওলাদার, সহকারী উপ-পরিদর্শক হেমায়েত উদ্দিন, দৈনিক নবচেতনার নারায়ণগঞ্জ প্রতিনিধি মোঃ আল আমিন, বাংলা টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান মজুমদার বাবলু, দৈনিক আমাদের সময়ের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ইমরান আলী সজিব, দৈনিক স্বাধীন বাংলাদেশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সোহেল রানা, আলোকিত শীতলক্ষ্যার সম্পাদক তোফাজ্জল হোসেন মায়া, ফটো সাংবাদিক কাজী আলমাস, বাংলার চোখ এর সাংবাদিক শাহাদাৎ হোসেন, বাংলা টিভির ক্যামেরা পার্সন সারোয়ার হোসেন জীবন এ সময় তার সাথে ছিলেন।