নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জে বন্দরের রসুলপুরে এক বয়স্ক নরীর মৃত্যূর পর নমুনা পরীক্ষা করে কোভিট-১৯ পজেটিভ হওয়ায় ঐ এলাকা লকডাউন করে দিয়েছে প্রশাসন।
৩ এপ্রিল নারায়ণগঞ্জ বাণী২৪ কে এ তথ্য জানান, নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ আহাম্মেদ।
তিনি আরও জানান, নিহত নারীর দাফন কাজ সম্পন্ন করতে যারা সরাসরি সম্পৃক্ত ছিলেন এবং তার সাথে অন্যন্যভাবে সম্পৃক্ত হয়েছে তাদেরকে দুই এক দিনের মধ্যে আইইডিসিআরের কর্মকর্তাদের মাধ্যমে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে
এর আগে নারায়ণগঞ্জর ২৩ নং ওয়ার্ডের রসুলপুর এলাকায় এক বয়স্খ নারী অসুস্থ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার ডাক্তার তাকে কুর্মিটোলা হাসপাতালে পাঠায়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যূ হয় । পরে এলাকায় এনে তাকে স্বাভাবিক নিয়মে তার দাফণ কাজ সম্পন্ন করে তার স্বজন ও এলাকাবাসী। করোনায় অক্রান্তের বিষয়ে জানতে না পারার কারনে তাকে স্বাভবিক নিয়মেই দাফন করা হয় বলে জানায় একাকাবাসী।
নারায়ণগঞ্জ সিভিল সার্জন