নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আবু সাইদ (৫৫) নামের এক জনের মৃত্যু হওয়ার ঘটনায় কাশিপুরের বড় আম বাগান এলাকা লকডাউন করেছে প্রশাসন।
তবে পুরো এলাকা লকডাউন না বরে কিছু অংশ লকডাউন করা হয়েছে।নারায়ণগঞ্জ সদর উপঝেলা নির্বাহী কর্মকর্তা এ তথ্য জানান।
তিনি জানন, ঐ এলাকায় উত্তরের শেষ মাথার হেদায়েতুল্লা খোকনের বাড়ি থেকে দক্ষিনে বাংলাবাজার ব্যাংকের মোড় পর্যন্ত, এবং পুর্বে হোসেনবাগ লেন মোড় থেকে পশ্চিমে প্রধান বাড়ির সড়ক পর্যন্ত লকডাউন করা হয়েছে।
এর আগে ৪ এপ্রিল শনিবার সকালে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আবু সাইদ। নিহত আবু সাইদ নারায়ণগঞ্জ সদর উপজেলার সুচিন্তা নগর এলাকার বাসিন্দা।
এর আগেও বন্দরের রসুলবাদে একজন বয়স্ক নারী করোনায় মারা গেলে এবং শহরের নামকরা একটি প্রাইভেট হাসপাতালের চিকিৎসক করোনায় আক্রান্ত হওয়ার খবরে বন্দর ও নারায়ণগঞ্জ শহরের কয়েকটি এলাকা লকডউন করে দেয় প্রশাসন। এ ছাাড়াও শহরের ববুরাইল এলাকায় ঠান্ডা কাশিতে এক ব্যবসায়ীর মৃত্যু হলে ঐ এলাকা লকডাউন করা হয়েছে।