নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ করোনা সংক্রামণের ভয়াবহতা রোধ ও সনসমাগম এড়াতে বাংলাদেশে মসজিদে নামাজ আদায়ে নিয়ে আসা হলো কঠোরতা।
করোনা সংক্রামণ রোধে বিশ্বের অন্য সকল দেশের মতো বাংলাদেশে মসজিদে নামাজ আদায় নিশিদ্ধ ঘোষনা না করলেও নির্ধারন করে দেওয়া হয়েছে মুুসল্লিদের সংখ্যা্।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , মসজিদে ৫ ওয়ক্ত নামাজ আদায়কালে ইমাম সহ সর্বোচ্চ ৫ জন জামাতে অংশগ্রহন করতে পরবে। তবে জুমার নামাজে সর্বোচ্চ ইমাম সহ ১০ জন জামাতে নামাজ আদায় করতে পারবে।
৬ এপ্রিল সোমবার মন্ত্রানালয়ের উপসচিব সাখাওয়াত হোসেন স্বাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয় ভয়ানক করোনা ভাইরাস সংক্রামন রোধে মসজিদে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা ছাড়া অন্যসব মুসল্লিদেরকে নিজ নিজ ঘরে নামায আদায় করার নির্দেশ গেওয়া যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয় ওয়াক্ত নামাজে অনধিক ৫ জন এবং জুমআর নামাজে অনধিক ১০ জন অংশ নিতে পরবেন । বাইরের মুসল্লিরা কেউ মসজিদের জামাতে অংশ নিতে পারবেন না।